Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার এলজিইডি এর রাস্তা নির্মাণে অনিয়মের বিরুদ্ধে অভিযান
বিস্তারিত
অভিযান:
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার এলজিইডি ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ০৫ টি রাস্তায় নিম্নমানের ইট, বালি ও বিটুমিন ব্যবহার সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী এর সহকারী পরিচালক জনাব মোঃ সাইদুর রহমান, উপসহকারী পরিচালক জনাব মোঃ হুমায়ুন  বিন আহমেদ, জনাব আবদুল্লাহ আল মাছুম ও সহকারী পরিদর্শক জনাব মোঃ শরিফুল ইসলাম এর সমন্বয়ে গঠিত চার সদস্যের এনফোর্সমেন্ট টিম আজ আরো একটি অভিযান পরিচালনা করে। 
অভিযানকালে দেখা যায়, উক্ত ০৫ টি রাস্তার মাঝে ০২ টি রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান মোস্তফা এন্ড সন্স কর্তৃক সাব ঠিকাদারের মাধ্যমে কাজ করিয়েছে, বিধায় কাজের মান আশানুরুপ হয়নি। সব কয়টি রাস্তা টিম কর্তৃক সরেজমিন পরিদর্শন দেখা যায়, এস্টিমেট অনুযায়ী কাজের পরিমাণ সঠিক থাকলেও নিম্নমানের ইট ও বিটুমিন ব্যবহার করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে টিমের নিকট প্রতীয়মান হয়েছে। এছাড়া, ঠিকাদার কর্তৃক বৃষ্টি চলাকালীন কার্পেটিং এর কাজ করার কারণে অনেক জায়গায় তাৎক্ষণিক কার্পেটিং উঠে যেতে দেখা যায়। টিম সংশ্লিষ্ট দফতর হতে নথিপত্র সংগ্রহ করেছে, যা পর্যালোচনা করে টিম পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।
ডাউনলোড
প্রকাশের তারিখ
03/07/2022
আর্কাইভ তারিখ
19/09/2023