Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নোয়াখালী জেলার উত্তর সোনাপুর রেলওয়ের খাস জমি দখলের অভিযোগে অভিযান
বিস্তারিত
অভিযান:
অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ বিষয়ে দুদক হটলাইন-১০৬ এ আগত একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ১৮.০৯.২০২২ খ্রি. তারিখ দুদক, সজেকা, নোয়াখালীর চার সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম  অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিম অভিযোগের সত্যতা পায়।  টিম নোয়াখালী জেলার উত্তর সোনাপুর রেলওয়ের খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণ সংক্রান্ত স্থান পরিদর্শন করে। জনৈক আলী হোসেন নামক ব্যক্তি রেলের একটি জমি কৃষি কাজের জন্য লিজ গ্রহণ করেন কিন্তু তিনি নিজে বিদেশ অবস্থান করেন।  তার পক্ষে তার ছোট ভাই ও শ্যালক মিলে উক্ত খাস জমিতে পাইলিং করে বহুতল ভবন নির্মাণ করছেন। উক্ত কাজে রেলওয়ে স্টেট ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সহায়তা রয়েছে মর্মে টিম এর নিকট প্রতিমান হয়েছে। অভিযান কালে পার্শ্ববর্তী কয়েকটি জমি রেলের নিকট থেকে লিজ গ্রহণ করে লিজ গ্রহীতা ব্যক্তিগণ শর্ত ভঙ্গপূর্বক ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। এ সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ এর জন্য টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।
ডাউনলোড
প্রকাশের তারিখ
18/09/2022
আর্কাইভ তারিখ
18/09/2023